33 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রোহিত হত্যায় গ্রেপ্তার ২ আসামির চার দিনের রিমান্ড

রোহিত হত্যায় গ্রেপ্তার ২ আসামির চার দিনের রিমান্ড

রোহিত হত্যায় গ্রেপ্তার ২ আসামির চার দিনের রিমান্ড

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় জড়িত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দিয়েছেন। বিষয়টি বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুইজন হলেন- মো. মহিউদ্দিন (২৯) ও সাইফুল ইসলাম বাবু (২০)।

মহিউদ্দিন চট্টগ্রামের ডিসি রোডের আলি করিমের পুত্র। মহিউদ্দীন এলাকায় নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেয়। এরইমধ্যেই সে মহানগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে ব্যানার পোস্টারও ছাপিয়েছে। অপরদিকে সাইফুল ইসলাম বাবু ভোলা জেলার লালমোহন এলাকার খায়রুল ইসলামের পুত্র।

ওসি নেজাম উদ্দিন জানান, গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করতে আদেশ দিয়েছে।

উল্লেখ, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হন আশিকুর রহমান রোহিত (২০)। এ সময় তাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

রোহিত চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।

ছুরিকাঘাতের ঘটনার পরদিন ৯ জানুয়ারি রোহিতের বড় ভাই জাহিদুর রহমান বাদী হয়ে সাহাবু (২৬), সাইফুল ইসলাম বাবু (২০) ও মো. মহিউদ্দিন (২৯) নামে তিনজনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

এরপর রোববার ( ১৭ জানুয়ারি) রাতে ঢাকার মুগদা ও মিরপুর এলাকা থেকে মহিউদ্দিন ও বাবুকে গ্রেপ্তার করা হয়। ভারতে পালিয়ে যাওয়ার জন্য ঢাকায় অবস্থান করছিলেন মহিউদ্দিন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিতকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আজ (সোমবার) দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশিকুর রহমান রোহিতকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার আটদিন পর রোহিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আসামিরা পালিয়ে যায়। তাদের ঢাকার মুগদা ও মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার এড়াতে মহিউদ্দীন নিজের দাঁড়ি কেটে ফেলে বেশভূষা পরিবর্তন করেছে। দুই আসামি পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন আছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/মনির

আরো পড়ুন: বেশভূষা পাল্টিয়ে ঢাকায় আত্মগোপন : রোহিত হত্যায় দুইজন গ্রেফতার

Loading


শিরোনাম বিএনএ