22 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৩ মাসের মধ্যে ওটিটি নীতিমালা তৈরী করার নির্দেশ

৩ মাসের মধ্যে ওটিটি নীতিমালা তৈরী করার নির্দেশ

৩ মাসের মধ্যে ওটিটি নীতিমালা তৈরী করার নির্দেশ

বিএনএ,ঢাকা: হইচই, নেটফ্লিক্স, অ্যামাজনসহ ইন্টারনেট ভিত্তিক বিনোদন প্ল্যাটফর্মগুলোতে অনুষ্ঠান পরিবেশনের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সেইসঙ্গে এ ব্যাপারে নীতিমালার খসড়া তৈরী করে তিন মাসের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।নীতিমালার খসড়া তৈরীর জন্য একটি কমিটি করার নিদের্শও দেয়া হয়।

সম্প্রতি বিটিআরসি ও সিআইডির দাখিল করা প্রতিবেদনের প্রেক্ষিতে সোমবার(১৮ জানুয়ারি) এ নির্দেশ দেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

এসব প্ল্যাটফর্ম থেকে এখনো সরকার কোনো রাজস্ব পায় না বলে আদালতকে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।

ওভার দ্য টপ বা ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ‘অনৈতিক ও আপত্তিকর’ ভিডিও কনটেন্ট পরিবেশন বন্ধের নির্দেশনা চেয়ে গতবছর ১২ই জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আদালত এবিষয়ে সরকারকে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।পাশাপাশি ওই সব প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায়ের বিষয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলে।

বিটিআরসি ও পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলো বিটিআরসি’র লাইসেন্সপ্রাপ্ত নয়। তাই আইনগত বাধ্যবাধকতা আরোপের সুযোগ নেই।টেলিযোগাযোগ আইন অনুয়ায়ী, পুলিশ সরাসরি এ ধরনের ঘটনা অনুসন্ধান বা তদন্ত করতে পারে না।

পরে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যেসব ভিডিও কনটেন্ট প্রচার-পরিবেশন করা হচ্ছে, তাকে আইনের আওতায় আনার জন্য এবং তদারকি ও নিয়ন্ত্রণসহ এসব মাধ্যম থেকে কীভাবে রাজস্ব আদায় করা যায়, তার জন্য নীতিমালা করতে সরকার একটি কমিটি করেছে। সেই কমিটিকে আগামি তিন মাসের মধ্যে খসড়া নীতিমালা করে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে গত বছর অতিরিক্ত তথ্য সচিবের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট ওই কমিটি করে সরকার।এতে বিটিআরসির মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি, এনবিআরের একজন প্রতিনিধি এবং আইনজীবী রেজা-ই-রাকিবকে রাখা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ