23 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » সিলেট পৌর নির্বাচনে বির্তকিত ৪ আ.লীগ-যুবলীগ নেতাকে অব্যাহতি

সিলেট পৌর নির্বাচনে বির্তকিত ৪ আ.লীগ-যুবলীগ নেতাকে অব্যাহতি

সিলেট পৌর নির্বাচনে বির্তকিত ৪ আ.লীগ-যুবলীগ নেতাকে অব্যাহতি

বিএনএ, সিলেট : দলের সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জের চার বির্তকিত নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ পৌরসভা ও জকিগঞ্জ পৌরসভার আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের অব্যাহতি দেন। এই চারজনের মধ্যে যুবলীগের এক নেতা রয়েছেন, তাকে অব্যাহতির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জেলা যুবলীগ সভাপতি ও সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।

অব্যাহতি দেয়া চার নেতারা হলেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ (পাপলু), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ এবং জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

অব্যাহতির বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করেছে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ