25 C
আবহাওয়া
৯:০১ পূর্বাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনার ভ্যাকসিন নেওয়ার পর একজনের মৃত্যু ভারতে

করোনার ভ্যাকসিন নেওয়ার পর একজনের মৃত্যু ভারতে

করোনার ভ্যাকসিন নেওয়ার পর একজনের মৃত্যু ভারতে

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালের মাহিপাল সিং ৪৬ বছরের একজন ওয়ার্ডবয় করোনার ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন। গত শনিবার মারা যান তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার

তবে জেলা মেডিক্যাল প্রধান কর্মকর্তা জানিয়েছেন, ঐ ব্যক্তির মৃত্যুর সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনো সম্পর্ক নেই।

ভ্যাকসিন নেওয়ার পর মাহিপাল অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। তবে ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়েছে, হার্টের অসুখের কারণে মারা গেছেন মাহিপাল।

গত শনিবার থেকে ভারতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাচ্ছেন।

এর পরে পুলিশ, সামরিক বাহিনীর সদস্যরা এবং অন্যান্য করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম দফায় ভ্যাকসিন পাবেন প্রায় তিন কোটি মানুষ।

ভ্যাকসিন নেওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষের মধ্যে নানা ধরনের অসুস্থতার উপসর্গ দেখা গেছে বলে জানা গেছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ