20 C
আবহাওয়া
১০:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফতুল্লায় ৭০ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় ৭০ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় ৭০ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ২

বিএনএ, ঢাকা : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭০ কোটি টাকার কথিত সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুইজন হলেন- মোস্তফা কামাল (৫৫) ও মিজানুর রহমান মধু (৪৩)।

সোমবার (১৮ জানুয়ারি) র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-৩ লালবাগ ক্যাম্পের একটি টিম রোববার ফতুল্লার ইসদাইর রোড এলাকায় মোস্তফা কামালের বাড়িতে অভিযান চালায়। এ সময় মোস্তফাসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কার্টন জব্দ করা হয়। কার্টনে ৬টি সাপের বিষ ভর্তি কাঁচের জার ছিলো। জারে আনুমানিক ৭০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষ ছিলো। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য দুই সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব-১০ এর নায়েবে সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দুই জনসহ চারজনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ এনে বিক্রি করে থাকে। তাদের মধ্যে মিজানুর রহমানের বিরুদ্ধে চোরাকারবারি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

বিএনএনিউজ/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর