বিএনএ, ঢাকা : রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পাশে একটি ওয়ার্লিংয়ের কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ সোবহান (২১) নামে এক যুবক মারা গেছেন। সোবহান পাশের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করতেন।
সোমবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে মৃত ঘোষাণা করেন।
ওয়ার্কশপের মালিক মো. মনির হোসেন জানান, তার বাবার নাম শাহজাহান। পরিবারের সঙ্গে চকবাজার কামালবাগ এলাকার দেবিদাস ঘাট লেনে থাকতো।
গত দুই মাস ধরে সোবহান তার ওয়ার্কশপে কাজ করে আসছিল। আজ দুপুরে কাজ করার সময় এক ফাঁকে পাশের ওয়ার্লিংয়ের কারখানায় যায় সে।
একটু পর ওই ওয়ার্লিংয়ের মালিক দিলিপ এসে জানায় সোবহান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে। পরে তিনি ওয়র্লিংয়ের থেকে সোবহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/জেবি