বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলী এলাকায় নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-১০। এ সময় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেবাবার সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত আদালতের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। এ সময় অনুমোদনহীন ভেজাল এবং নিম্নমানের বৈদ্যুতিক তার, উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করায় উৎপাদনকারী ৪ প্রতিষ্ঠানকে নগদ ২৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।
বিএনএনিউজ/এসকেকে, জেবি