21 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে গণপিটুনিতে ডাকাত নিহত

সীতাকুণ্ডে গণপিটুনিতে ডাকাত নিহত

সীতাকুণ্ডে গণপিটুনিতে ডাকাত নিহত

বিএনএ, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে  গণপিটুনিতে অজ্ঞাত (৫২) এক ডাকাত নিহত হয়েছে। রোববার( গভীররাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার গভীর রাতে ১৫/২০ জনের ডাকাতদল সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে প্রফেসর আবুল কালামের বাড়িসহ দুই বাড়িতে হানা দিয়ে প্রচুর স্বর্ণালংকার,নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়। এসময় গ্রামবাসীরা ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে পার্শ্ববর্তী বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে প্রবেশ করেন। এ সময় ডাকাতদল ডাকাতি প্রতিরোধ কমিটির দুই যুবককে একা পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনার পর দুই যুবক স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দিলে জনগণ ও ডাকাতি প্রতিরোধে গঠিত কমিটির লোকজন ডাকাতদের ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করেন। পরে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীতম চক্রবর্তী জানান,নিহত ডাকাতের কান কেটে দেওয়ায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক ( তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য,গত এক মাসে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় প্রায় ১৫টি ডাকাতির ঘটনা ঘটে। তার মধ্যে ৩০ জনকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছে। ৩০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলো। ডাকাতির মামলা হয়েছে তিনটি। ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনএ/ সবুজ শর্মা শাকিল,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ