14 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাবুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে বাবুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে বাবুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় আজগর আলী বাবুল (৫৫) নিহত মামলার পলাতক আসামি দেলোয়ার রশিদকে (৪২) গ্রেফতার করেছে (র‌্যাব)। রোববার ( ১৭ জানুয়ারি) চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার ডবলমুরিং মোঘলটুলী (ওসমান গনি কন্ট্রোক্টরের বাড়ি) মফিজুল হকের ছেলে। তিনি আজগর আলী বাবুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি।ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, রোববার ৪টার দিকে চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকা দেলোয়ার রশিদকে গ্রেফতার করা হয়েছে। তিনি আজগর আলী বাবুল হত্যা মামলার আসামি। দেলোয়ার রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজগর আলী বাবুল হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে স্বীকার করেছে।

উল্লেখ, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর পাঠানটুলীর মগপুকুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর  প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী  আব্দুল কাদেরের সমর্থকদের   মধ্যে গোলাগুলিতে আওয়ামীলীগ নেতা ও স্থানীয় মহল্লা সর্দার আজগর আলী বাবুল নিহত হন। একই ঘটনায় মাহবুব নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হন। ঘটনার পর রাত ২টার দিকে আব্দুল কাদেরসহ ২৬জেনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার ভোরে নিহত আজগর আলী বাবুলের ছেলে সেজান মাহমুদ সেতু বাদি হয়ে  আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন সকালে কাদেরসহ ১১জনকে এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন মো. আবদুল কাদের (৫০), হেলাল উদ্দিন প্রকাশ হেলাল (৪০), ওবায়দুল করিম মিন্টু (৪৫), আবদুল ওয়াদুদ রিপন (৪২), আবদুর রহিম রাজু (৪৫), আসাদ রায়হান (৩৫), আলাউদ্দিন আলো (৩৫), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ (৪৮), সালাউদ্দিন সরকার (৪৫), দেলোয়ার রশিদ (৪২), মো. আলমগীর (৪৫) ও আবদুন নবী (৪৭)।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড চাই পুলিশ। আদালত ১১ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ