17 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন

কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ মারা গেছেন


বিএনএ, ঢাকা : কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, রাজধানীর ধানমণ্ডির বাসায় রাত আনুমানিক আড়াইটার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করেন নাহিদ রিয়াসাদ। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাহিদ রিয়াসাদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

পেশাগত জীবনে নাহিদ রিয়াসাদ একজন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি তিনি ‘টাইমস অব বাংলাদেশ’ নামের একটি অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতা করছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ