17 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক

বিএনএ, খাগড়াছড়ি: অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সদস্যরা। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্কৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনিরুদ্ধ দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর নলুয়াটিলা বিওপির না. সুবে. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সনাতনধর্মী ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ