বিএনএ, গাজীপুর : গাজীপুরে ঝুট মালামালের একটি গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় কাউসার হোসেনের গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগুন মুহূর্তের মধ্যেই পাশের আরও দুটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ঝুট গুদামের আগুন নিভায়। আগুনে কয়েকটি সুইং মেশিন ও কাটিং মেশিনসহ ঝুট মালামাল পুড়ে গেছে।
সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পুরোপুরিভাবে আগুন নিভায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম।