14 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সারাদেশে ১৩ হাজার আনসার মোতায়েন

সারাদেশে ১৩ হাজার আনসার মোতায়েন


বিএনএ, ঢাকা : দেশে নিরাপত্তা রক্ষায় ১৩ হাজার আনসার মোতায়েন করা হয়েছে। তারা সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬ টা থেকে সড়ক, রেল ও নৌপথে দায়িত্ব পালন করবেন। দেশে ১ হাজার ৮৫১টি পয়েন্টে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এসব সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

রোববার (১৭ ডিসেম্বর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপি সদস্যরা। এসব আনসার সদস্যদের সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ