29 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহের ১১ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ময়মনসিংহের ১১ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাবে ইসির অনুমোদন

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ১১ আসনে শেষ দিনে ১৯ জন প্রার্থী মনোয়নয়ন প্রত্যাহার করেছেন। এই জেলার ১১ আসনে ৬৭ জন প্রার্থী এই নির্বাচনে মাঠে রয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ১৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাকের পার্টির ৭ জন, জাসদের ৬ জন, তরিকত ফেডারেশনের ১ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই নির্বাচনে ময়মনসিংহের ১১ আসনে মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন প্রত‍্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন-

ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী অ্যাডভোকেট এস.এম শিব্বির আহমেদ লিটন, জাকের পার্টির সঞ্জিত সাহা। ময়মনসিংহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি নাজিম উদ্দিন আহমেদ,  ডা. মতিউর রহমান ও তরিকত ফেডারেশনের বিশ্বজিৎ ভাদুড়ী। ময়নসসিংহ-৪ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও জাকের পার্টির কামাল উদ্দিন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবদুল হাই আকন্দ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. শামছুল আলম খান। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও জাকের পার্টির এসএম দেলোয়ার হোসেন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী রতন কুমার সরকার, জাকের পার্টির মো. জুয়েল রানা ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আবদুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জাকের পার্টির মো. শফিকুল আলম, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জাকের পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. সাদিক হোসেন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

সূত্র জানায়, ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপীল করলে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। তবে বৈধ প্রার্থী নান্দাইলের দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপীল করলে সালামের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। ফলে ৮৬ জন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনে ছিল। এর মধ্যে ১৯ জন প্রত্যাহার করে নেওয়ায় এই জেলার ১১টি আসনে ৬৭ জন প্রার্থী এই নির্বাচনে মাঠে রয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ