25 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোলে স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোলে স্বর্ণসহ পাচারকারী আটক

বেনাপোলে স্বর্ণসহ পাচারকারী আটক

বিএনএ, যশোর: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় ২ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০ পিস স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে (বিজিবির) সদস্যরা। যার ওজন ২ কেজি ৩৬০ গ্রাম।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে স্বর্ণসহ আতিয়ারকে আটক করা হয়।

আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জেরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধার স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ