বিএনএ, কক্সবাজার: কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ করিমা আক্তার রুবি(২৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার( ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার মিনিটের সময় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।
শুক্রবার(১৭ ডিসেম্বর) র্যাব-৭ জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী অটোরিক্সা যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে টেকনাফ হেেত কক্সবাজার শহর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় কক্সবাজার- টেকনাফ মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় একটি যাত্রীবাহী অটোরিক্সা থেকে একজন মহিলা স্কুল ব্যাগ নিয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা আটক করে। পরে তার সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। তাকে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ওজি