20 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে দৃষ্টি প্রতিবন্ধী দুই পক্ষের সংঘর্ষ

চবিতে দৃষ্টি প্রতিবন্ধী দুই পক্ষের সংঘর্ষ

খুলে দেয়া হয়েছে চবি’র আবাসিক হল

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কমিটি গঠনকে কেন্দ্র করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রতিবন্ধী ছাত্র সমাজের সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসেন সাজু এবং সংগঠনের নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের বিশ্বনাথ রায়।

জানা যায়, প্রতিবন্ধী ছাত্র সমাজের নির্বাচন নিয়ে কয়েকদিন থেকেই আলোচনা চলছিল। চলতি মাসেই নির্বাচন আয়োজন করতে চাচ্ছিল একটি পক্ষ। অপর পক্ষের দাবি- পরীক্ষা শেষ হলেই তবে নির্বাচন। এ নিয়ে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু মহাজন জানান, আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী ২ শিক্ষার্থী এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়েছে বলে শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখবো।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ