24 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » এনএসটি ফেলোশিপ পেলেন নোবিপ্রবির ৭ শিক্ষক

এনএসটি ফেলোশিপ পেলেন নোবিপ্রবির ৭ শিক্ষক

এনএসটি ফেলোশিপ পেলেন নোবিপ্রবির ৭ শিক্ষক

বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি খাত’ হতে গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৭ শিক্ষক। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপসচিব ড. মো গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার (১৫ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি খাত’ হতে যে সকল প্রকল্প প্রস্তাবের পিয়ার রিভিউ কমিটি কর্তৃক বিশেষ গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে সুপারিশ এবং অনুমোদন করা হয়েছে সেসব প্রকল্পে নিযুক্ত ফেলোশিপ প্রাপ্ত শিক্ষকদের নাম প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষকদের মধ্যে নোবিপ্রবি থেকে মোট ৭জন শিক্ষক এবারের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

ফেলোশিপ পাওয়া শিক্ষকরা হলেন- এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুরাদ হোসাইন, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হোসেন রুবেল, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবোধ কুমার সরকার এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুস সাকিব খান।

উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

বিএনএনিউজ/শাফি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ