25 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা

উপদেষ্টা ফরিদা আখতার

ব্রাহ্মণবাড়িয়া : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। রক্ত দিয়ে যারা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে সকলের কাজ করতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে।

রবিবার(১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ছোটবেলায় থেকেই বিজ্ঞানী হওয়ার বাসনা থাকতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উল্লেখ করেন, খুদে বিজ্ঞানীরা বিজ্ঞান স্টলে যেভাবে যুদ্ধ বিমান, কৃষি, মৎস্য, বিদ্যুৎ, এমনকি সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি-সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করছে তারাই একসময় বড় বিজ্ঞানীরূপে নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে। শিক্ষার্থীদের ছোটবেলায় থেকেই বিজ্ঞানী হওয়ার বাসনা থাকতে হবে। উপদেষ্টা প্রতিটি জেলাতে এ ধরনের বিজ্ঞান উৎসব করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করবেন বলে জানান।

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না

উপদেষ্টা বলেন, ইতোপূর্বে শিক্ষাতে দুর্নীতি ও রাজনীতি মিশে যাওয়ার ফলে প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। অন্তর্বতীকালীন সরকার তরুণ প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত আন্তরিক। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ সরকারের প্রয়োজনীয় সময়টাকে কেউ যদি বিলম্ব মনে করে সেটা অন্য বিষয়। প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বোঝা যাবে।


ফরিদা আখতার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি।


এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (এআরডি)’র প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ (পোল্ট্রি, ডেইরি ও গবাদিপশু) প্রান্তিক খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারতের বিষাক্ত পানি তিতাস নদীর পানিকে দূষিত করছে, এ বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


খামারিরা মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অত্যাধিক বিদ্যুৎ বিলের কথা বললে উপদেষ্টা বলেন, কৃষির মতো ভরতুকি মূল্যে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ