25 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা


বিএনএ ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মতলব উত্তর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পুলিশ সুপারের নির্দেশে যৌথবাহিনীর নেতৃত্বে ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার বলেন, এটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এটিকে এক বিন্দুও সমর্থন করি না। এ ঘটনায় বিএনপির কোনও সদস্য কোনোভাবেই জড়িত নেই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ