বিএনএ,ঢাকা: হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর। । একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়। আজ রোববার (১৭ নভেম্বর) ইমিগ্রেশন অধিদফতর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
গত ১০ অক্টোবর হত্যা মামলার আসামি হলেও আত্নগোপনে থেকে ঘরে বসেই শিরিন শারমিন বিশেষ ব্যবস্থাপনায় ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অথচ ই-পাসপোর্ট আবেদনের নিয়মে আছে, সবকিছু ঘরে বসে করতে পারলেও নির্ধারিত তারিখে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষমরা ছাড়া আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। এর সঙ্গে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জড়িত ছিলেন। পাসপোর্ট অফিসে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারলেও বেশ কিছু মামলার আসামি এমন অনেক নেতাকে অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি শিরীন শারমিন চৌধুরী।গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।
বিএনএনিউজ/ আরএস