24 C
আবহাওয়া
২:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কন্যাসন্তানের বাবা হলেন লিটন

কন্যাসন্তানের বাবা হলেন লিটন


বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রথম সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার লিটন দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বাবা হওয়ার ব্যাপারটি নিজেই নিশ্চিত করেছেন লিটন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।’

এর আগে, বিশ্বকাপের মাঝেই দুবার দেশে ফিরেছিলেন ওপেনার লিটন দাস। ওই সময় বিসিবির পক্ষ থেকে তার ছুটির কারণ হিসেবে পারিবারিক ইস্যুর কথা বলা হয়েছিল।

এদিকে চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। তবে ছুটি চেয়েছেন তিনি।

বিসিবির সূত্র বলছে, স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ