25 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » বড় আকারের লেখা পোস্টের সুযোগ আনছে টুইটার

বড় আকারের লেখা পোস্টের সুযোগ আনছে টুইটার


বিএনএ : ইচ্ছা থাকলেও বড় পোস্ট করতে পারেন না টুইটার ব্যবহারকারীরা। ২৮০ অক্ষরের মধ্যে লেখা সীমাবদ্ধ রাখতে হয়।

মালিকানা বদলেছে টুইটারের। নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক টুইটে জানিয়েছেন, শিগগিরই ২৮০ অক্ষরের বিধিনিষেধ তুলে নেবে টুইটার। ফলে ব্যবহারকারী চাইলেই ইচ্ছামতো বড় বার্তা বা প্রবন্ধ টুইটারে পোস্ট করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় ২০১৮ সালে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার। এবার মাস্কের এ ঘোষণার পর নির্দিষ্ট অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ পুরোপুরি তুলে নিতে পারে খুদে ব্লগ লেখার সাইটটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ