32 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » REHAB চট্টগ্রাম ফেয়ার ২০২১: ম্যারাথন ওয়াক

REHAB চট্টগ্রাম ফেয়ার ২০২১: ম্যারাথন ওয়াক

REHAB চট্টগ্রাম ফেয়ার ২০২১

রিহ্যাব(REHAB) চট্টগ্রাম ফেয়ার ২০২১ উপলক্ষে বুধবার(১৭নভেম্বর) সকালে এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য ম্যারাথন ওয়াক শুরু হয়। ম্যারথন এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক এবং বিশেষ অতিথি রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ জনাব কামাল মাহমুদ।
রিহ্যাব(REHAB) চট্টগ্রাম ফেয়ার ২০২১

এ সময় উপস্থিত ছিলেন Real Estate & Housing Association of Bangladesh– রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব আবদুল কৈয়ূম চৌধুরী,রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ আলহাজ ইঞ্জি. দিদারুলহক চৌধুরী, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২, জনাব মাহবুব সোবহান জালাল তানভীর, আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব মোঃ নাজিম উদ্দীন, জনাব এ এসএম আবদুল গাফফার মিয়াজী, জনাব মিজানুর রহমান, শারিস্থ বিনতে নুর, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২১ অর্গানাইজিং কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দীন, জনাব আশীষ রয় চৌধুরী এবং রিহ্যাব সদস্যবৃন্দ।

পড়ুন আগের নিউজ :  ১৮ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চারদিন ব্যাপী ‘রিহ্যাব(REHAB) চট্টগ্রাম ফেয়ার ২০২১।

বিএনএ,জিএন

Total Viewed and Shared : 123 


শিরোনাম বিএনএ