বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় মাদরাসার এক শিশু (১৩) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি মাদরাসার প্রিন্সিপাল মোঃ হাদিউজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা ।
তিনি বলেন, ধর্ষণের অভিযোগে ওই প্রিন্সিপালকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগ্ন ভিডিও, ছবি ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া প্রিন্সিপাল যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর সরদাপাড়া গ্রামের মৃত জাবেদ আলী সরদারের ছেলে।
বিএনএ/ এম. এস. রুকন , ওজি