18 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শীর্ষস্থান হারালেন সাকিব

শীর্ষস্থান হারালেন সাকিব

সাকিব

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না। সাকিবের স্থলে বিশ্ব সেরা অলরাউন্ডারের ১ নম্বরে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে তাতে  তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন। শীর্ষ দশে প্রবেশ করেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

সাকিবের চেয়ে ৫ পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী (২৬৫)।

বল হাতে দারুণ পারফর্ম করা অস্ট্রেলীয় স্পিনার অ্যাডাম জাম্পা বোলারদের র‍্যাংকিংয়ে ছয় নম্বর থেকে এক লাফে তিন নম্বরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা জশ হ্যাজলউড ও মিচেল মার্শেরও যথাক্রমে বোলিং ও ব্যাটিং র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।

হ্যাজলউড বোলারদের র‍্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। সেমিফাইনালে ভালো করার পর চোটের কারণে ছিটকে পড়া ডেভন কনওয়ে ব্যাটারদের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। ৬ ধাপ এগোনো মার্শ অবস্থান করছেন ১৩ নম্বরে। ৮ ধাপ এগিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ৩৩তম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার