19 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেক থেকে নবজাতকসহ দুই জনের মরদেহ উদ্ধার

ঢামেক থেকে নবজাতকসহ দুই জনের মরদেহ উদ্ধার

নবজাতক

বিএনএ,ঢাকা : রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পৃথক স্থান থেকে নবজাতকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ১৭ নভেম্বর) সকালে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকালে হাসপাতালের বাগানের গেটের ভেতর ময়লার স্তূপে এক নবজাতকের মরদেহ দেখতে পায় লোকজন। পরে ক্যাম্পে খবর দিলে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।ওই মেয়ে নবজাতকের বয়স আনুমানিক একদিন।

ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কে বা কারা তাকে ফেলে রেখে গেছে।অন্যদিকে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবন সংলগ্ন প্রধান সড়কের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তার নাম দীন মোহাম্মদ (৩৫)।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।দীন মোহাম্মদ মৃত আমির হোসেনের ছেলে। তার মা রওশন আরা থাকেন কামরাঙ্গীরচরে। যুবকটি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/শহীদুল

Loading


শিরোনাম বিএনএ