23 C
আবহাওয়া
৩:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ভোজ্যতেলে কমল ভ্যাট

ভোজ্যতেলে কমল ভ্যাট

ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

বিএনএ, ঢাকা : বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ভ্যাট অব্যাহতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়েছে,‘পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হলো’।

অপর এক আদেশে বলা হয়, ‘পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হলো’।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ