25 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

বিএনএ, ঢাকা: লাগাতার শ্রমিক অসন্তোষের ফলে অনেকটা অশান্ত ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিবেশ। ধীরে ধীরে শান্ত হয়ে নিশ্চিত হয়েছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার কর্মপরিবেশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গিলডেন শাহরিয়ার পোশাক কারখানার শ্রমিকরা। কারখানাটির এক কর্মকর্তাকে অপসারণ ও কয়েকটি দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছে তারা। পরে মালিকপক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে কাজে যোগ দেয় শ্রমিকরা। কাজে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই কারখানা কর্তৃপক্ষ তাদের দেওয়া অঙ্গীকারগুলো ভঙ্গ করে। আগের দাবি গুলোর মধ্যে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণের বিষয়টি ছিল। কিন্তু প্রথম দিকে তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে তারা আবার তাকে কারখানায় যোগদান করায়। ফলে শ্রমিকদের মধ্যে দেখা দেয় অসন্তুষ্টি। তাদের দাবির পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে অবরোধ করে মহাসড়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, কিছুদিন পূর্বে আন্দোলনের ফলে আমাদের দাবিগুলো মেনে নিয়ে কারখানা খুলে দেয় কর্তৃপক্ষ। আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেই। কিন্তু কদিন যেতে না যেতেই শর্তগুলো ভঙ্গ করতে থাকে মালিকপক্ষ। আমাদের ১০ দফা দাবির মধ্যে অন্যতম ছিল কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারন, টিফিন বিল বৃদ্ধি করে বেতনের সঙ্গে সংযুক্ত করা। এসব দাবি মেনে নিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু পরে কারখানা কর্তৃপক্ষ অঙ্গীকার ভঙ্গ করে তাইজুল ইসলামকে আবার কারখানায় যোগদান করিয়েছেন। এ ছাড়া টিফিন বিলও বেতনের সঙ্গে সংযুক্ত করা হয় নাই। যে কারণে আমরা বাধ্য হয়ে সড়কে নেমেছি।

ঘটনাস্থলে থাকা শিল্পপুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না। পরে ফোন দিয়েন।

মহাসড়ক অবরোধ এবং কী ধরনের দাবিদাওয়া নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন এসব বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ