17 C
আবহাওয়া
৫:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সতর্ক সংকেত নামলো বন্দরে

সতর্ক সংকেত নামলো বন্দরে

নিম্নচাপ কেটে গেছে সতর্ক সংকেত নামলো বন্দরে

বিএনএ, ঢাকা: দেশের চার সমুদ্রবন্দরের জন্য দেওয়া দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটির কারণে গতকাল বুধবার সাগর উত্তাল ছিল।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) নিম্নচাপ কেটে যাওয়ায় সমুদ্রবন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বুধবার সকাল ৮টায় উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে উত্তর চেন্নায়ের কাছে অবস্থান করছিলো। ফলে সমুদ্রবন্দরগুলোতে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আর সম্ভাবনা নেই। সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ