29 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ডিমের দাম বৃদ্ধির পেছনে চাঁদাবাজি ও সিন্ডিকেট-আসিফ মাহমুদ

ডিমের দাম বৃদ্ধির পেছনে চাঁদাবাজি ও সিন্ডিকেট-আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিএনএ, ঢাকা:  যুব ক্রীড়া ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিমের আকাশছোঁয়া দামের মূল কারণ চাঁদাবাজি এবং সিন্ডিকেটের অপতৎপরতা। তিনি জানান, বাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে ইভিল প্র্যাকটিস চলছে, যার মধ্যে বাজার সিন্ডিকেট উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডট কম কর্তৃক আয়োজিত ন্যায্যমূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সাসটেইনেবল দামে পণ্য বিক্রি করায় ফসল ডটকমকে স্বাগত জানাচ্ছি। আমরা অন্যদেরও আহ্বান জানাব, তারা যেন এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে লোনের ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, যারা সিন্ডিকেট করে তারা ব্যবসা নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকে। এমনটা যাতে না হয়, সে জন্য আমরা উদ্যোক্তাদের পাশে থাকব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।

বিএনএনিউজ২৪,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ