24 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গু: চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আরও ১১৩

ডেঙ্গু: চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আরও ১১৩

ডেঙ্গু চট্টগ্রামে হাসপাতালে ভর্তি আরও ১১৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৪৯ জন।

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২০৪ জন। এছাড়া বাকি ২৬৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গু: কেড়ে নিল আরও ৯ প্রাণ

তিনি আরও জানান, জেলায় এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ