17 C
আবহাওয়া
৬:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

বিএনএ, ঢাকা: বিশ্বের বায়ুদূষণের শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার স্কোর ১৮৩। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে ১৮৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৬৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।

একই সময় একিউআই স্কোর ১৬২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কাতারের দোহা। ১৬০ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ১৫৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫২ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের সাংহাই। ১৪৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের উহান।

এর আগে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ২০০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ছিলো ঢাকা।

বিএনএ নিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ