27 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ৪০০ মৃত্যু

করোনায় আরও ৪০০ মৃত্যু

করোনায় মৃত্যু

বিএনএ, ডেস্ক : করোনায় আক্রান্ত  হয়ে বিশ্বে  আরও ৩৯৯ জনের মৃত্যু হয়েছে । নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৩১ জন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭১ হাজার ৪৩২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার ৭৮৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৮৭১ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৪১ হাজার ৯৭৩ জনের। এসময়ে সবেচেয়ে বেশি ৯৪ জন মারা গেছেন রাশিয়ায়।করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৪৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া ইতালিতে একদিনে মারা গেছেন ৩২ জন, দক্ষিণ কোরিয়ায় ৩২ জন, জাপানে ৪৭ জন, তাইওয়ানে ৬৫ জন ও ফিলিপাইনে ৩৩ জন মারা গেছেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ