24 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, নিহত ১, দগ্ধ ২

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, নিহত ১, দগ্ধ ২

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, দগ্ধ ৩

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ থানার বালুছড়া এলাকার একটি বাসার নিচতলায় বিস্ফোরণে একজন মারা গেছে।  এ ছাড়া দগ্ধ হয়েছে আরও ২ জন।  রোববার (১৭ অক্টোবর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিস্ফোরণ

বিস্ফোরণে নিহত ব্যক্তি চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ গেট এলাকার রবিউল ইসলামের ছেলে মো. ফারুক (২৩)। আহতরা হলেন বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার জাফর উল্লাহর ছেলে ফোরকান উল্ল্যা (৬০) ও একই এলাকার কাশেম কলোনীর মোহাম্মদ আলমের ছেলে কালাম (৩০)।

জানা যায়, ভবনের নিচতলায় ব্যাচেলর বাসা ছিল। সে বাসায় সকাল ১০টায় বিস্ফোরণ ঘটে।
দগ্ধ ৩

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহম্মদ চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ধারণা করা হচ্ছে লাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ