31 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলছে শিগগির

আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলছে শিগগির


বিএনএ ডেস্ক: আফগানিস্তানে গত আড়াই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মেয়েদের স্কুলগুলো ‘খুব দ্রুত’ খুলে দেওয়া হবে। জাতিসংঘভিত্তিক সংস্থা ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক ওরম এবদি নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।-ডন

ওমর এবদি বলেন, ‘আমি আফগানিস্তানে অবস্থান করার সময়েই দেশটির ৫ প্রদেশ- বালখ, জৌজান, সামানগান, কুন্দুজ ও উরুজগানে মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার।’

‘দেশটির শিক্ষামন্ত্রীর আমাকে বলেছেন,, আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো পরিচালনা বিষয়ক একটি ‘ফ্রেমওয়ার্ক’ আফগান সরকার তৈরি করছে। আগামী এক কিংবা দু মাসের মধ্যে এটি শেষ হবে এবং তারপরই দেশের সবগুলো মেয়ে স্কুল খুলে দেওয়া হবে।’

সাংবাদিকদের ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক বলেন, ‘গত টানা ২৭ দিন ধরে আফগানিস্তানে বন্ধ আছে মেয়েদের স্কুলগুলো। অর্থাৎ, প্রায় এক মাস ধরে পড়াশোনা করতে পারছে না আফগান কিশোরীরা।’

‘আমরা বলেছি, যতদ্রুত সম্ভব যেন স্কুলগুলো ফের চালু করা হয়। কারণ এর সঙ্গে লাখ লাখ আফগান কিশোরীর ভবিষ্যত সম্পর্কিত।’

উল্লেখ্য,গত ১৫ আগস্ট তালেবান বাহিনী কাবুল দখলের পর কো-এডুকেশন স্কুলগুলোর পাশাপাশি মেয়েদের স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়। ফলে দেশটির নারীশিক্ষা ব্যবস্থায় ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ