15 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাফিক পুলিশের ওপর দুর্বৃত্তের হামলা

রাজধানীতে ট্রাফিক পুলিশের ওপর দুর্বৃত্তের হামলা


বিএনএ, ঢাকা : রাজধানীর বকশিবাজার মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলের ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে সাখাওয়াত (৪২) নামের ওই ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, দুপুর ২টার দিকে বকশিবাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল সাখাওয়াতের ওপর তিনজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা ওই ট্রাফিক কনস্টেবলকে কিল-ঘুসি মারে। তিনি আরও বলেন, হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন এবং তাকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ