26 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বিএনএ,ঢাকা: জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনজীবনে র্দূভোগ নেমে আসে।

একাধিক শ্রমিক বলেন, জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে না সরার কথা জানান তারা। টিএনজেড গ্রুপে প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। কারখানার সকল শ্রমিকদের জুলাই মাসের বেতন গত বুধবার পরিশোধ করার কথা থাকলেও সেটা না হওয়ায় তারা আন্দোলন শুরু করেছেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কোনো কথাই শুনতে চাচ্ছেন না তারা। সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ