32 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সিঙ্গাপুরে সুস্থ আছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে সুস্থ আছেন ওবায়দুল কাদের


বিএনএ, ঢাকা:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তার শরীরে আর জ্বর নেই। কাশিও কমে এসেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর)  সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। উনি সুস্থ আছেন। সিঙ্গাপুরে রওয়ানা হওয়ার সময় তার শরীরে বেশ জ্বর ও কাশি ছিল। তবে এখন আর জ্বর নেই। কিন্তু হালকা কাশি আছে। চিকিৎসকরা জানিয়েছেন দু-একদিনের মধ্যেই  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ হবেন।”

এর আগে গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ছেড়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা