বিএনএ স্পোর্টস ডেস্ক: মাত্র ৫১ রানের সহজ স্কোর তাড়া করতে নেমে ৬দশমিক ১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই এশিয়া কাপ ২০২৩(Asia Cup 2023 ) ফাইনালে জয় নিশ্চিত করেছে ভারত। দলের জয়ে ১৯ বলে ২৭ আর ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শুভমান গিল ও ইশান কিষান।
রোববার(১৭ সেপ্টেম্বর) শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক দল।
ভারতীয় তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের গতিতে দিশেহারা হয়ে যান লংকান ব্যাটসম্যানরা। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫দশমিক২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা।
লংকানদের ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ৬.১ ওভারে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই জয়ে এশিয়া কাপের(Asia Cup 2023 ) ১৬তম আসরের ইতিহাসে রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় ভারত।
মোহাম্মদ সিরাজ ৭ওভার খেলে মাত্র ২১ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন।

হার্দিক পান্ডিয়া ৩ উইকেট ও জসপ্রিত বুমরাহ ভারতের একটি মাত্র উইকেট পেয়েছেন।
অতিরিক্ত রান যোগ হয় একটি।
বিএনএনিউজ২৪,Asia Cup 2023, জিএন/হাছিনা আখতার মুন্নী