25 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় যুবলীগ কর্মী গুরুতর আহত

মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় যুবলীগ কর্মী গুরুতর আহত

মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় যুবলীগ কর্মী গুরুতর আহত

বিএনএ, মিরসরাই:চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছে । আহত যুবলীগ কর্মীর নাম রমজান আলী বাবলু (৩৫)। সে বারইয়াহাট ২নং ওয়ার্ড যুবলীগের কর্মী বলে জানা গেছে।

শনিবার (১৭ সেপ্টম্বর) বিকাল ৪টার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ফরেস্ট রোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে তার অবস্থা আশঙ্কা জনক।

প্রত্যক্ষদর্শী শাহদাত জানান, রমজান আলী বাবলু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবলু মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। রমজান আলী বাবলু বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের নুরুল আফসারের ছেলে।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ