বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ টা বেজে ৪০ মিনিটে ময়মনসিংহ মহানগরীর পালপাড়া বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি পালপাড়া বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মসিংহের সাথে ভৈরব-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রিলিফ রিলিফ কল করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান , ওজি