24 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ২৭

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ২৭

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৩০

বিএনএ বিশ্বডেস্ক : কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের অন্তত ২৭ জন নিহত হয়েছেন।শনিবার (১৭ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।সহিংসতা এড়াতে প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

বিবিসির প্রতিবেদন  মতে, কিরগিজস্তান-তাজিকিস্তানের মধ্যে ১ হাজার কিলোমিটর সীমান্ত রয়েছে। এই সীমান্তের এক তৃতীয়াংশেরও বেশি বিতর্কিত। এ নিয়ে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয় দুই দেশ।

গত শতাব্দীর ৯০ দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দুই দেশের মধ্যে সীমানা নিয়ে বিতর্ক রয়েছে। উভয় দেশে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও গত সপ্তাহের শুরুতে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

উল্লেখ্য, গত বছরে উভয় দেশের মধ্যে  লড়াইয়ে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ