20 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রানির প্রতি শ্রদ্ধা জানাতে অনুমতি পাননি চীনা প্রতিনিধি দল

রানির প্রতি শ্রদ্ধা জানাতে অনুমতি পাননি চীনা প্রতিনিধি দল


বিএনএ, বিশ্বডেস্ক : চীন সরকারের একটি প্রতিনিধদলকে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের সামনে শ্রদ্ধা নিবেদন করতে দেয়া হয় নি।

পার্লামেন্টর কিছু সূত্রকে উদ্ধৃত করে বিবিসির সংবাদদাতারা এ খবর জানিয়েছেন।

বলা হয়, চীন কিছুদিন আগে পাঁচজন ব্রিটিশ এমপি ও লর্ড সভার দু’জন সদস্যের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে – সে কারণে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভার স্পিকার লিন্ডসে হয়েল চীনা প্রতিনিধিদলটির আবেদন প্রত্যাখ্যান করেছেন।

এ ঘটনার পরে চীন বলছে, রানির শেষকৃত্যানুষ্ঠানে তারা কোন প্রতিনিধি পাঠাবে কিনা এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি, এবং রানির শেষকৃত্যে যোগদানের কথা এখনো বিবেচনা করা হচ্ছে।

বেইজিংএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ব্রিটেনের উচিত কূটনৈতিক সৌজন্য রক্ষা করা এবং অতিথিদের সম্মানের সাথে গ্রহণ করা।

চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং চিশান রানির শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছিল। (বিবিসি)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ