29 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে ছিনতাইয়ের ঘটনায় পরিসংখ্যান কার্যালয়ের গাড়িচালক গ্রেপ্তার

বান্দরবানে ছিনতাইয়ের ঘটনায় পরিসংখ্যান কার্যালয়ের গাড়িচালক গ্রেপ্তার


বিএনএ, বান্দরবান : বান্দরবানে অর্থ ছিনতাইয়ের অভিযোগে জেলা পরিসংখ্যান কার্যালয়ের গাড়িচালক শাহাদাত হোসেন ওরফে সাজুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) ভোরে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাদাত হোসেনের বাড়ি বান্দরবান শহরের ইসলামপুরে। এর আগে তিনি চকরিয়ায় থাকতেন।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাত এগারটার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যবসায়ী নিখিল কান্তি দাশ বাস স্টেশন এলাকা থেকে উজানীপাড়াস্থ বাসায় ফিরছিলেন। তাকে ধাক্কা দিয়ে তার কাছে থাকা ২ লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারী। এ ঘটনায় মামলা করেন ওই ব্যবসায়ী। পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের চকরিয়ার খুটাখালী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেপ্তার করে। পাশাপাশি বান্দরবানে ইসলামপুরে তাঁর বাসা থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শাহাজান জানিয়েছেন, শাহাদাত হোসেন আউটসোর্সিংয়ে পরিসংখ্যান দপ্তরের গাড়িচালক হিসেবে কাজ করেন। তাঁর নিয়োগ করা কোম্পানি থেকে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না জানিয়ে আসছিলেন। ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি জানা নেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ