বিএনএ, ঢাকা : বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, দূতাবাস এবং রাষ্ট্রদূতদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে নিতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর তাদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশনার বিষয়টি অন্যান্য মিশনে পৌঁছে দেওয়ার এবং প্রয়োগ ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করার।
কয়েকটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই নির্দেশনা টেলিফোনে দেওয়া হয়েছে। তবে অধিকাংশ মিশন এখনো এ সংক্রান্ত কোনো লিখিত চিঠি বা ই-মেইল পায়নি।
বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। বিষয়টি লিখিত নয়, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনকেও জানাতে এবং এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নজরে রাখতে।
বিএনএ/ ওজি/শাম্মী