20 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অন্তর্বর্তী সরকার সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা


বিএনএ. ঢাকা : নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক, বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (১৭ আগস্ট) তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ।

ড. ইউনূস বলেন, তিনটি শূন্য- শূন্য কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব এবং শূন্য বেকারত্বের বিশ্ব গড়ার একটি দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা শুরু করতে পারি। সামাজিক ব্যবসার মধ্য দিয়ে আমরা সামাজিক এবং পরিবেশগত সমস্যা সমাধান করতে পারি।

“তিনটি শূন্যের একটি বিশ্ব গড়তে আমাদের পথ নির্ধারণ করতে পারি। সামাজিক ব্যবসার মধ্য দিয়ে পরিবেশগত এবং সামাজিক সমস্যা মোকাবেলায় গ্লোবাল সাউথের নেতাদের এক সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই। আমরা একসঙ্গে কাজ করলে এটি একটি বিশাল শক্তিতে পরিণত হতে পারে।”

সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। রাষ্ট্র বা সরকারপ্রধান পর্যায়ের এই অধিবেশনটি সঞ্চালনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উদ্বোধনী নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ