16 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাশিয়ার সেতু ধ্বংস করল ইউক্রেন

রাশিয়ার সেতু ধ্বংস করল ইউক্রেন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার কৌশলগত অঞ্চল কুরস্কের একটি এলাকার সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল, এটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে। খবর বিবিসির

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্লুশকোভো শহরের কাছে অভিযানের ফলে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের সেনারা কুর্স্কে অবস্থান শক্তিশালী করছে। দখল করা অঞ্চলগুলোকে ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এসবের সঙ্গে ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চল বিনিময় করা যেতে পারে।

রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ৬ অগাস্ট হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনেই রাশিয়ার ভূখণ্ডের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন।

কুরস্ক অঞ্চলে এরই মধ্যে স্থাপন করা হয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশাসনিক কার্যালয়। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অলেক্সান্ডার সিরস্কি এমনটা জানিয়েছেন। তিনি বলেন, ‘সেনা কার্যালয়টি আইন-শৃঙ্খলা বজায় রাখবে এবং এলাকার মানুষের তাৎক্ষণিক চাহিদা মেটাবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ