বিএনএ, স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। মঙ্গলবার (১৬ আগস্ট) সেন্ট লুসিয়াতে সাব্বির-সৌম্য-মিঠুনরা ৮০ রানে অলআউট হয়। সেই রান ১৬০ বল আগেই ৬ উইকেট হারিয়ে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। হুট করে জাতীয় দলে সুযোগ পাওয়া সাব্বির রহমানসহ তারকা ক্রিকেটাররা ব্যাট হাতে ব্যর্থতায় হারতে হলো সফরকারীদের।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ‘এ’ দল। ৫ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ। এরপর দলীয় ১৭ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন সাইফ হাসান। ৫ বলে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও দারুণ দুটি শটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু তিনিও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি। ৩ চারে ২০ বলে ১৫ রান করে অ্যান্ডারসন ফিলিপের বলে তেগনারায়ণ চন্দরপলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান সৌম্য।
এরপর আর কোনো ব্যাটারই সেভাবে নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ৪১ বল খেলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি অনিক। এছাড়া ২০ বলে ১২ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে।
৮১ রানের লক্ষ্য খেলতে নেমে ৩৫ রানের উদ্বোধনী জুটি পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১৮ বলে ১৭ রান করা জশুয়া ডি সিলভার ক্যাচ নিজের বলে নিজে ধরে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এক বল পরই টেডি বিশপকে ফেরান তিনি।
বিএনএ/এমএফ