18 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে না বাংলাদেশের

আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে না বাংলাদেশের

পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা: আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সমস্যায় আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। কিন্তু এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ।

বিএনএ বাংলানিউজ, জিএন

Loading


শিরোনাম বিএনএ